বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

চুল পড়া কমাতে অলিভ অয়েল ব্যবহার করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমান সময়ে চুল পড়া খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া পরিবর্তন, দূষণ, দুশ্চিন্তা, অনিয়মিত জীবনযাপনসহ নানা কারণে পুরুষ-মহিলা উভয়েরই চুল ঝরে যাচ্ছে। তবে প্রাকৃতিক উপাদান হিসেবে অলিভ অয়েল বা জলপাই তেল চুল পড়া কমাতে কার্যকর ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, অলিভ অয়েলে রয়েছে ভিটামিন-ই, অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে এবং স্ক্যাল্পে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। ফলে চুল পড়া কমে যায় এবং নতুন চুল গজানোর সম্ভাবনাও বাড়ে।

যেভাবে ব্যবহার করবেন:

গরম তেল ম্যাসাজ: হালকা গরম করে অলিভ অয়েল স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ৫-১০ মিনিট ভালোভাবে ম্যাসাজ করার পর ৩০ মিনিট রেখে দিন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এভাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন।

অলিভ অয়েল ও লেবু: দ্রুত ফল পেতে অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এটি খুশকি কমাতেও সহায়ক।

অলিভ অয়েল ও নারকেল তেল: অলিভ অয়েলের সঙ্গে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে স্ক্যাল্পে ব্যবহার করলে চুলের গোড়া আরও মজবুত হয় এবং শুষ্কতা দূর হয়।

রাতভর রেখে দেয়া: আরও ভালো ফলাফলের জন্য অলিভ অয়েল মাথায় লাগিয়ে সারারাত রেখে সকালে ধুয়ে ফেলতে পারেন। এতে স্ক্যাল্প গভীরভাবে পুষ্টি পায়।

সতর্কতা: অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না। ভালো মানের খাঁটি অলিভ অয়েল ব্যবহার করতে হবে। অ্যালার্জি বা চুলকানি হলে তৎক্ষণাৎ ব্যবহার বন্ধ করুন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ