বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

লবঙ্গের জাদু: শরীরের জন্য অপরিহার্য উপকারিতা ও খাওয়ার সঠিক নিয়ম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান।

রান্নায় সুগন্ধি বাড়াতে কিংবা দাঁতের ব্যথায় আরাম পেতে লবঙ্গের ব্যবহার আমরা প্রায় সকলেই জানি। কিন্তু এই ছোট্ট মসলা যে শরীরের নানা জটিল রোগ প্রতিরোধে কার্যকর ও দৈনন্দিন সুস্থতার অন্যতম উপাদান—তা জানলে অবাক হবেন অনেকেই।

লবঙ্গ (Clove) শুধু রন্ধনশিল্পের উপাদান নয়, এটি একটি শক্তিশালী আয়ুর্বেদিক ও ইউনানি উপাদান হিসেবেও পরিচিত। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান।

লবঙ্গের উল্লেখযোগ্য উপকারিতা:

হজমে সহায়ক:
লবঙ্গ হজমে সহায়তা করে, পেট ফাঁপা, গ্যাস্ট্রিক ও বদহজম কমাতে কার্যকর। খাবারের পর ১টি লবঙ্গ চিবিয়ে খেলে আরাম পাওয়া যায়।

শ্বাসযন্ত্রের সমস্যায় উপকারী:
জ্বর, ঠান্ডা, কাশি, কফ জমা ইত্যাদি সমস্যা দূর করতে লবঙ্গ খুবই কার্যকর। গরম পানিতে লবঙ্গ ফুটিয়ে ভাপ নেওয়া যেতে পারে।

দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ দূর করে:
লবঙ্গের তেল বা আস্ত লবঙ্গ দাঁতের ব্যথায় লাগালে আরাম মেলে। এটি মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে:
গবেষণায় দেখা গেছে, লবঙ্গ ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

ইমিউনিটি বৃদ্ধিতে সহায়ক:
লবঙ্গের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষের ক্ষয়রোধ করে।

ক্যানসার প্রতিরোধে সম্ভাব্য উপাদান:
গবেষণা বলছে, লবঙ্গে থাকা উপাদান কিছু কিছু ধরনের ক্যানসার কোষের বৃদ্ধি প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।

লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম:

প্রতিদিন ১–২টি লবঙ্গ যথেষ্ট: অতিরিক্ত খাওয়া উচিত নয়, কারণ এতে থাকা ইউজেনল উপাদান বেশি খেলে লিভারে ক্ষতি হতে পারে।
খালি পেটে নয়: খাওয়ার পরে বা ভেষজ চায়ের সাথে লবঙ্গ খাওয়াই উত্তম।
দাঁতের ব্যথায়: ১টি লবঙ্গ মুখে নিয়ে কেটে চিবিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন।
ভেষজ পানীয়: আদা, লবঙ্গ ও দারুচিনি মিশিয়ে পান করলে ঠান্ডাজনিত সমস্যা দূর হয়।

যাদের সতর্ক থাকা উচিত:

যাদের লিভারজনিত সমস্যা আছে
গর্ভবতী ও স্তন্যদায়ী নারীরা
শিশুদের ক্ষেত্রে মাত্রার চেয়ে বেশি লবঙ্গ না দেওয়া

প্রতিদিনকার জীবনে সামান্য লবঙ্গ ব্যবহার শরীরকে দিতে পারে অসংখ্য উপকার। তবে মনে রাখতে হবে, যেকোনো ভেষজ উপাদানই উপকারের পাশাপাশি মাত্রাতিরিক্ত সেবনে ক্ষতি ডেকে আনতে পারে। তাই সচেতনভাবে ব্যবহার করলেই লবঙ্গ হতে পারে প্রকৃতির দেওয়া এক অমূল্য চিকিৎসা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ