বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

গরমে ঘামাচিতে অতিষ্ঠ শিশু: কারণ, প্রতিকার ও যত্নে বিশেষজ্ঞের পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গরম এলেই শিশুদের মাঝে একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা দেখা দেয়—ঘামাচি। এটি মূলত ছোট ছোট লালচে ফুসকুড়ি বা গুটির মতো, যা ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে যাওয়ায় ঘাম ঠিকভাবে বের হতে না পারার ফলে ত্বকের ওপর দেখা দেয়।

নবজাতক ও শিশু বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডা. মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন শিশুদের ঘামাচির কারণ, প্রতিকার ও যত্নের টিপস।

শরীরে পর্যাপ্ত বায়ু চলাচলের অভাব এবং অতিরিক্ত কাপড়ে মোড়ানোই ঘামাচি হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, ‘অতিরিক্ত গরম লেগে ঘাম হলে এবং টাইট বা সিনথেটিক কাপড় পরালে শিশুদের ঘামাচি হয়ে থাকে।’

প্রতিকার ও প্রতিরোধে করণীয়

ঘামাচি সমস্যা থেকে মুক্তি পেতে ডা. শাহিনুল শিশুদের মা-বাবার প্রতি যেসব পরামর্শ দিয়েছেন-

১) হালকা ও সুতির কাপড় পরান — শিশুর ত্বকে যেন পর্যাপ্ত পরিমাণ বাতাস লাগে।

২) ভেজা কোনো গামছা বা সুতি কাপড় দিয়ে শরীর মুছে দিবেন এবং দিনে ২ বার শিশুকে নিয়মিত গোসল করান।

৩) ত্বক শুষ্ক রাখুন — ঘাম হলে সঙ্গে সঙ্গে মুছে ফেলুন।

৪) পাউডার ব্যবহার: ঘামাচির জন্য বিশেষ মেডিকেটেড পাউডার (যেমন: ক্যালামাইন) ব্যবহার করতে পারেন।

৫) এসি বা ফ্যানের হালকা বাতাসে রাখুন – তবে সরাসরি বাতাসে নয়।

৬) অতিরিক্ত কাপড় পরাবেন না — শিশুর শরীর যেন ঠাণ্ডা ও স্বস্তিদায়ক থাকে।

সতর্কতা:

ঘামাচি সাধারণত নিজে থেকেই ভালো হয়ে যায়। তবে যদি ফুসকুড়ি পেকে যায়, ইনফেকশন হয় বা শিশুর জ্বর আসে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ