রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


করোনার কারণে এশিয়ান গেমস স্থগিত করল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে। শুক্রবার খবরটি নিশ্চিত করে আয়োজকেরা।

সেপ্টেম্বরে চীনের হাংচৌতে এবারের এশিয়ান গেমস হওয়ার কথা। কিন্তু দেশটিতে ফের করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। যার ফলে স্থগিত হলো ২০২২ এশিয়ান গেমস।

এশিয়ান গেমস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ‘এশিয়ার অলিম্পিক কাউন্সিল জানাচ্ছে, ২০২২ সালে চীনের হাংচৌতে ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে হতে যাওয়া ১৯তম এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে।’

তবে কী কারণে এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি। এই ক্রীড়া প্রতিযোগিতার নতুন সূচি পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

সাম্প্রতিক সময়ে ফের করোনা মহামারির সঙ্গে লড়ছে চীন। দেশটি থেকে কভিড-১৯ ছড়িয়ে পড়ে বিশ্বের সর্বত্র। ফের করোনা পরিস্থিতি অবনতি হয়েছে চীনে। যার কারণে এশিয়ান গেমস স্থগিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের পাশের শহর আয়োজক দেশ হাংচৌ। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে শহরটির ওপর জিরো-টলারেন্সের এক সপ্তাহের লকডাউন দিয়েছে ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ