রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


সম্পর্ক আরো জোরদারের আভাস শাহবাজ শরিফ ও এমবিএসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এক ফোনালাপে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। ঈদুল ফিতর উপলক্ষে তারা এ ফোনালাপ করেন। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে টেলিফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই সময় আরো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার বার্তা দেন তারা। এ সময় দু’পবিত্র মসজিদের অভিভাবককেও তার সালাম জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ফোনালাপের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক সৌদি সফরের সময় ক্রাউন প্রিন্সের সাথে তার কথোপকথনের কথা স্মরণ করেছেন। এ সময় সৌদি আরবের সাথে ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার এবং সব ক্ষেত্রে দু’দেশের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরো উন্নত করার জন্য পাকিস্তানের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন শাহবাজ শরিফ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও উষ্ণভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছার জবাব দেন এবং পাকিস্তানের জনগণকে তার শুভেচ্ছা ও শুভকামনা জানান।

সূত্র: জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ