গাজী তাওহীদুর রহমান
যশোর থেকে>
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় 'আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) যশোর' এর শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
বেফাক কর্তৃক প্রাথমিক প্রকাশিত ফলাফলের ভিত্তিতে জানা গেছে সর্বমোট ১৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ মেধা তালিকায় স্থান পেয়েছে ৬৪ জন। মুমতায (A+) ১২২ জন, জায়্যিদ জিদ্দান (A) ৩৭ জন, জায়্যিদ (A-) ৬ জন, মাকবুল (B) ২ জন।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রতিষ্ঠার পর থেকেই দেশের ঐতিহ্যবাহী দীনী শিক্ষাপ্রতিষ্ঠান 'আশরাফুল মাদারিস (সতীঘাটা মাদরাসা) যশোর'- বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ৪৫ তম বেফাক পরীক্ষায় হিফয বিভাগে ১ম স্থানসহ ৭ জন, ইবতিদাইয়্যাহ জামাতে ৩০ জন, মুতাওয়াসসিতাহ জামাতে ১৭ জন, সানাবিয়া উলইয়া জামাতে ৬ জন এবং ফযীলতে ৪ জন। সর্বমোট ৬৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করেছে।
প্রকাশিত এ ফলাফলের খবর শুনে স্থানীয় আলেম-উলামা ও অভিভাবকগণ প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করছেন এবং তারা আশাবাদী যে, ভবিষ্যতে আল্লাহ তাআলা 'আশরাফুল মাদারিস' (সতীঘাটা মাদরাসা) যশোর' কে আরো তারাক্কি দান করবেন ইনশাআল্লাহ। এজন্য মাদরাসার মুহতামিম খুলনা বিভাগ কওমী মাদরাসা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা নাসীরুল্লাহ মাওলায়ে পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণের জন্য সকলের কাছে বিশেষ ভাবে দুআ চেয়েছেন।
-এটি