আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় সরকার হস্তক্ষেপ করায় দুই দিনের মধ্যেই সমাধান হয়েছে।
এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে উঠে পড়ে লেগেছে বিএনপি ও তার দোসররা। অপপ্রচার চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসবের জবাব দিতে হবে। কোন স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এ কাজ করেছে, বিএনপিকে তথ্য প্রমাণ দেয়ার অনুরোধ জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, নিউমার্কেটে গোলমাল, তাতেই বাংলাদেশে যেন আকাশ ভেঙে পড়েছে। বিএনপি আমলে নিউমার্কেট, এলিফেন্ট রোড এলাকা প্রতিদিন রণক্ষেত্রে পরিণত হতো। এখানে তো সরকার হস্তক্ষেপ করেছে, ব্যবস্থা নিচ্ছে। এখানে তো স্থায়ী রণক্ষেত্র হয়নি।
সংগঠনের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ।
-এটি