শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


ভুলে নিজেদের শহরেই রকেট হামলা চালাল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার ইসরায়েলি বাহিনী ভুলে নিজেদের উপশহরে রকেট ছুড়েছে। বুধবার (১২ আগস্ট) দেশটির চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়। ইসরায়েলি হেলিকপ্টার থেকে ভুল করে নিজেদের একটি শহর লক্ষ্য করে সেনারা মিসাইল হামলা চালিয়েছে।

গাজায় সাম্প্রতিক সময়ে একের পর এক হামলার মধ্যেই এ ঘটনা ঘটেছে। গণমাধ্যমটির সাংবাদিক নির দাফারু দাবি করে বলেছেন, ইহুদি উপশহরের দিকে যে রকেটটি ছোঁড়া হয়েছিলো সেটি বিস্ফোরিত হয়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রকেটটিকে নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে একটি বিশেষজ্ঞ দল।

ইসরায়েলি সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে, উপশহরের যে জায়গাটিতে রকেটটি পড়েছে সেখানে যদি বিস্ফোরিত হতো তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো। ইসরায়েলি বাহিনী কয়েক দিন আগে লেবাননের সীমান্তে ভুল করে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে। তারা ভেবেছিল, লেবানন থেকে ড্রোনটি তাদের আকাশসীমায় প্রবেশ করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ