রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন ‘পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই’ ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, আশা জামায়াত আমিরের জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক 

জাবির মাহমুদের 'মেঘের বাড়ি দেব পাড়ি' সমাচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ আসছে তরুণ ছড়াকার ও কবি জাবির মাহমুদের শিশুতোষ ছড়াগ্রন্থ ‘মেঘের বাড়ি দেব পাড়ি’। বইটি বের করেছে নাশাত পাবলিকেশন। বইটি মেলায় বাংলার প্রকাশন স্টলে পাওয়া যাবে। এছাড়াও বাংলাবাজার ইসলামি টাওয়ারের মাকতাবাতুন নুরেও পাওয়া যাবে।

বইটি সম্পর্কে কবি ও গল্পকার সাইফ সিরাজ লিখেছেন, ‘জাবির মাহমুদের ছড়া পড়তে পড়তে নিজের স্মৃতি আর ঐতিহ্যের গহীনে ডুবতে থাকবেন আপনি। শব্দ আর বাক্যের বুননে দোলে ওঠবে চৈতন্য। আবেগ-অনুভবে নামবে হারিয়ে পাওয়ার শিহরণ।

প্রতিটি ছড়াই সম্ভাবনার নতুন একটি দুয়ার। ফুলের ডালে পরী নাচিয়ে কর্পোরেট পৃথিবীর হেমন্তকে মেকি বলে প্রকৃতির বিপর্যয়ে আপনার দৃষ্টি আটকে দেওয়ার মুন্সিয়ানা দেখিয়েছেন ছড়াকার। লাঙল, জোয়াল, ঢেকি অনুষঙ্গ হয়েছে তার ছড়ার; অনুষঙ্গগুলো আপনার ভেতরের সুখস্মৃতিকে রোমন্থিত করবে। শিশু-কিশোরের মন ও মননকে অনুসন্ধিৎসু করবে। আনন্দ দিবে নিখাঁদ।

প্রেম, হাহাকার, ঐতিহ্য, আনন্দ ইত্যাদি মিলিয়ে জাবির মাহমুদের এই প্রয়াস আমাদের শিশু-কিশোর প্রজন্মকে আন্দোলিত করবে। নিশ্চয়তা দিচ্ছি বড়রাও ঠকবেন না এই ছড়াগুলো পাঠে। পাঠশেষে বলবেন, ‘এভাবেও ভাবা যায়! এইরকমও বলা যায়!’

তরুণ ছড়াকারের জন্ম ২০০০ সালের ১০ অক্টোবর, মানিকগঞ্জের বাড়াই ভিকরা গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদে তাকমিল জামাতে (মাস্টার্স) অধ্যয়নরত। তিনি ছড়া লিখলেও পাশাপাশি ছোটগল্প, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ লিখছেন নিয়মিত।

এক নজরে বই-

বই: মেঘের বাড়ি দেব পাড়ি
লেখক: জাবির মাহমুদ
প্রকাশক: নাশাত পাবলিকেশন
প্রচ্ছদ: হামীম কেফায়েত
প্রচ্ছদ মূল্য: ৯০ টাকা
পৃষ্ঠা: ৪৮

রকমারি ডটকম থেকে বইটি প্রি অর্ডার করতে ক্লিক করুন  অথবা ফোন করুন  ১৬১৯৭

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ