শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


ভিপি বশিরকে সংবর্ধনা দিলো ঢাকার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার মাসা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়া রাজধানী ঢাকার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থী বশির ইবনে জাফরকে সাফল্য সংবর্ধনা দিয়েছে কলেজ কতৃপক্ষ।

সোমবার (জানুয়ারি ১৩) দুপুর দুইটায় কলেজ মাঠে তার সাফল্য সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা সায়রা বেগম, গভর্ণিং বডির সদস্য আবুল কাশেম পাটোয়ারী, ভাইস প্রিন্সিপাল একরামুল হক, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সমির হোসেন সহ সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

এ সময় ছাত্রদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে ভিপি বশির তার শিক্ষক ও বিদ্যালয়ের অবদান স্বরণ করে তার সাফল্যের গল্প তুলে ধরে বলেন চারিত্রিক উৎকর্ষ সাধন ও মেধার মাধ্যমে সকলের প্রিয় হতে হবে সেই সাথে নিজ দেশ ও দেশের মানুষের কল্যাণে কিভাবে কাজ করা যায় সেই লক্ষ্যে প্রচেষ্টা অব্যহত রাখতে হবে। আর সবকিছু মূলে নিজের স্বপ্নটাকে সবসময়ই বড় করে দেখতে হবে। স্বপ্ন যেমন বড় হবে আগামীটাও ততোই উজ্জল হবে।

প্রধান অতিথির বক্তব্যে দনিয়া কলেজের অধ্যক্ষ সায়রা বেগম বলেন বশির আজ শুধু দনিয়ার গর্ব নয় বরং পুরো দেশের গর্ব। তার এই সাফল্যে দনিয়া কলেজ পরিবার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসায় বশিরকে সর্বদায়ই স্বরণ রাখবে। এবং একই সাথে তার জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে। বশিররা যুগে যুগে বেঁচে থাকুক আগামীর শিক্ষার্থীদের পথ দেখানোর জন্য।

প্রসঙ্গত, মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল নির্বাচনে আওয়ার ইসলামের সাবেক বিশেষ প্রতিনিধি বশির ইবনে জাফর ভিপি নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা প্রদান করবে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠান হবে আগামীকাল ১৪ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর মুগদার আওয়ার ইসলাম অডিটোরিয়ামে। প্রতিভাবান লেখক ও সম্পাদকদের উপস্থিতিতে সান্ধ্যকালীন এ অনুষ্ঠানে থাকবে হামদ, নাত, কবিতা আবৃত্তি, আড্ডা-আলোচনাসহ নানা আয়োজন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। ভিপি হওয়ার পর এটিই ছিলো তার বাংলাদেশে প্রথম সফর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ