আওয়ার ইসলাম: ইরানি কমান্ডার কাসেম সুলেমানির মৃত্যুতে সৃষ্ট উত্তেজনা বিষয়ে আলাপ করতে প্রথমবারের মতো ইরান সফরে যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
কাতার নিউজ এজেন্সি (QNA) জানায়, এই সফরে দু’দেশের আভ্যন্তরীণ বিষয়ের বাইরে আলোচনার ফোকাস থাকবে কাসেম সুলেমানির হত্যাতে সৃষ্ট উত্তেজনা বিষয়ে। এই সফরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে তার সাক্ষাতের কথা রয়েছে।
শেখ তামিম বিন হামাদ আল থানি ২০১৩ সালে আমির হওয়ার পর এবারই প্রথম ইরান সফরে যাচ্ছেন। কাতার যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ট সম্পর্ক রাখলেও ইরান তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এই জন্য ইরানের যে কোন সমস্যায় সব সময় পাশে থাকবে কাতার।
উল্লেখ্য, মার্কিন বিমান হামলায় ইরানি শীর্ষ জেনারেল কাসেম সুলেমানি নিহত হওয়ার পর থেকে দেশ দু’টির মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাল্টা জবাব হিসেবে ইরাকের বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান।
আল-জাজিরা থেকে ওমর আলফারুক
-ওএএফ