বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে: তারেক রহমান দেশবাসীর রোগ সারাতে ডা. শফিকুর রহমানের বিকল্প নেই : ডা. খালিদুজ্জামান নির্বাচন ও গণভোট: সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে সেনাপ্রধান নির্বাচন ঘিরে টানা চারদিনের ছুটি হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল ৬ দিনের রিমান্ডে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে যে বার্তা দিলো বাংলাদেশ আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

ধর্ষণের শিকার ঢাবি ছাত্রীর পক্ষে লড়বেন ২৫ আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর পক্ষে আইনি লড়াই চালাবেন বাংলাদেশ আইন সমিতির সদস্যরা।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা মহানগর আদালতের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ আবুর নেতৃত্বে ২৫ সদস্যের প্যানেল এ ঘোষণা দেয়।

সংগঠনের সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন বলেন, ওই ভুক্তভোগী ছাত্রীকে বিনামূল্যে সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে। আইনজীবী প্যানেলের নেতৃত্ব দেবেন মহানগর পিপি আবদুল্লাহ আবু।

ঢাবি ছাত্রীর পক্ষে আইনজীবী প্যানেলের অন্য সদস্যরা হলেন- আব্দুল্লাহ মাহমুদ হাসান, নিজামুল হক, গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, আনোয়ারুল কবির বাবুল, এ কে এম আলমগীর, চৈতন্য চন্দ্র হালদার, মঞ্জুরুল আলম, সাইফুল মালেক চৌধুরী, তরিকুল ইসলাম, তাপস কুমার দাস, রেজাউল করিম, আবদুল্লাহ আল মনসুর, শাহীনুর ইসলাম, খাজা গোলামুর রহমান, আবু হানিফ, মাসুম মিয়া, শাহ আলম মিছিল, সাইফুল ইসলাম শাওন, ওমর ফারুক আসিফ, সবুজ বাড়ৈ সজীব, আতিকুর রহমান ও রহিম মিয়া।

উল্লেখ্য, কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যেতে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন। বাস থেকে কুর্মিটোলা এলাকায় নামার পর অজ্ঞাতপরিচয় একজন তার মুখ চেপে ধরে। পরে গণধর্ষণ করা হয়।

রাত ১০টার দিকে চেতনা ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বান্ধবীর বাসায় যান। বান্ধবীকে ঘটনা জানান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলের আবাসিক শিক্ষার্থী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ