বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে: তারেক রহমান দেশবাসীর রোগ সারাতে ডা. শফিকুর রহমানের বিকল্প নেই : ডা. খালিদুজ্জামান নির্বাচন ও গণভোট: সেনাসদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে সেনাপ্রধান নির্বাচন ঘিরে টানা চারদিনের ছুটি হাদি হত্যা: ফয়সালের ‘ঘনিষ্ঠ সহযোগী’ রুবেল ৬ দিনের রিমান্ডে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, দিল্লিকে যে বার্তা দিলো বাংলাদেশ আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

আল্লামা আশরাফ আলীর মৃত্যুতে সংসদে প্রধানমন্ত্রীর শোক ও দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল-হায়াতুল উলি লিল-জামায়াতিল কাওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর মৃত্যুতে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে দোয়া করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একে একে আমাদের অনেক সাথী চলে যাচ্ছে, এটা দুঃখজনক। এটাই নিয়ম- জন্মিলে মৃত্যুবরণ করতে হবে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনে সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা এসব কথা বলেন।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধান মন্ত্রী বলেন, ‘এমপি হয়েও তিনি ঘুরে ঘুরে মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন। বিনামূল্যে ওষুধ দিয়েছেন। আরেকজন সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি। তিনিও অকালে চলে গেলেন।’

সংসদ নেতা বলেন, ‘ডা. ইউনুস আলী এত দ্রুত চলে যাবে কল্পনাও করতে পারিনি। আমাদের বাপ্পি যুব মহিলা লীগের একজন সদস্য; সে নবম ও দশম সংসদের সংসদ সদস্য ছিল। চমৎকার বক্তৃতা করতেন। ভবিষ্যতে তার দক্ষ রাজনীতিবিদ হওয়ার উজ্জ্বল সম্ভাবনা ছিল।’

অধিবেশনে শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল-হায়াতুল উলি লিল-জামায়াতিল কাওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর কথা। তার মৃত্যুতে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোকও প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন স্থপতি রবিউল হোসেনের প্রতি। তার সম্পর্কে বলেন, শুধু স্থপতিই ছিলেন না, ভালো কবি ও সাহিত্যিক ছিলেন। সাথে সাথে সৈয়দ মুয়াজ্জেম আলী অত্যন্ত দক্ষ একজন কূটনৈতিক ছিলেন, তাকেও হারিয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ