আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র চায় না যুদ্ধ শুরু হোক, এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা সচিব মার্ক এসপার। স্থানীয় সময় মঙ্গলবার তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান বলে জানা যায়।
মার্ক এসপার আরো বলেন, যুদ্ধ শুরু হক এটা তারা চান না। তবে যদি ইরান যুদ্ধ শুরু করে দেয় তাহলে মার্কিন বাহিনী যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই করে যাবে। আমাদের সেনারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর জন্যে অবস্থান করছে।
ইরানের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতেও তারা কাজ করে যাচ্ছে। সেনারা সেখানে যুদ্ধ করতে চায় না। তবে মার্কিন সেনারা সেখানে যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।
উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলায়মানিসহ ৫ জনকে হত্যা করে মার্কিন বাহিনী।
নিহতদের মধ্যে ইরাকি শিয়া মিলিশিয়ার শীর্ষ কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসও ছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরান-যুক্তরাষ্ট্রসহ গোটা মধ্যপ্রাচ্যে।
এর প্রতিশোধ হিসেবে আজ বুধবার সকালে ইরাকের মার্কিন ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হামলায় ৮০ জন মার্কিন সেনা নিহত এবং ২০০ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট ছাড়া আর কোনো বিবৃতি আসেনি। টুইট বার্তায় তিনি লেখেন, ইরাকে অবস্থিত দুটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান। এখন পর্যন্ত সব ঠিকই আছে। মার্কিন বাহিনীর শক্তিশালী অবস্থান পৃথিবীর সর্বত্র বিস্তৃত। ইরানের হামলার বিষয়ে বৃহস্পতিবার বিবৃতির মাধ্যমে জানানো হবে।
যুক্তরাষ্ট্র এ হামলার কোনো প্রতিক্রিয়া না জানালেও, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতি প্রকাশ করেছে। তারা সেখানে বলেছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দেয়া হলো। তারা যদি আবারো কোনো 'শয়তানি' করে তাহলে তাদের এ হামলার থেকেও ভয়ঙ্কর হামলার মুখোমুখি হতে হবে।
-এটি