উবায়দুল হক খান
ভাঙতি দিই, উপকার করি—এটি একটি মানবিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ আহ্বান। আমাদের দৈনন্দিন বাজার, দোকান কিংবা ভ্রমণের সময় অনেক সময়ই খুচরা বা ভাঙতি টাকার প্রয়োজন হয়। এই প্রয়োজনটুকু মেটাতে অন্যের সহযোগিতা অনেক সময় উপকারে আসে। অথচ আমরা অনেকেই ভাঙতি দিতে অনিচ্ছুক বা বিরক্তি প্রকাশ করি, যা একটি সাধারণ সমস্যা হলেও অনেকের জন্য তা হয় বড় ভোগান্তির কারণ।
বিশেষ করে রিকশাচালক, ছোট দোকানদার, ভিক্ষুক, কিংবা দিনমজুররা প্রতিদিন খুচরা টাকার অভাবে সমস্যায় পড়েন। যদি আমরা সদিচ্ছা থেকে ভাঙতি দিতে এগিয়ে আসি, তাহলে তারা উপকৃত হন এবং আমাদের সমাজে এক ধরনের সৌহার্দ্য ও সহানুভূতির পরিবেশ তৈরি হয়।
ভাঙতি টাকা দেওয়া কোনো বড় দান নয়, কিন্তু এটি সময়মতো কারও বিপদে সাহায্য করতে পারে। এতে একদিকে যেমন আমরা একজন মানুষের সমস্যার সামান্য সমাধান করি, তেমনি সমাজে সহমর্মিতার বার্তা দিই।
সুতরাং, আসুন আমরা যতটুকু পারি ভাঙতি দিতে এগিয়ে আসি। এটি ছোট একটি উদ্যোগ হলেও, এর প্রভাব হতে পারে অনেক বড়। ভাঙতি দিই, উপকার করি—এই চেতনাই হোক আমাদের মানবিক সমাজ গঠনের ভিত্তি।
লেখক: মুহতামিম, জহিরুল উলুম মহিলা মাদরাসা, গাজীপুর
এমএইচ/