রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী কুমিল্লায় হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা

কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদর্শ মানুষ তৈরি,  উম্মাহর ঈমান আমলের সুরক্ষা, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত মানুষ গড়াই দেশের কওমি মাদরাসার মূল লক্ষ্য- উদ্দেশ্য।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাসাবো এলাকার দক্ষিণগাঁওয়ের জামিয়া মাদানিয়ার দারুল উলুমের শিক্ষা সমাপনী ও প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাদরাসার মুতাওয়াল্লি হাজি শহিদুল্লাহ, প্রধান অতিথি ছিলেন মালিবাগ জামিয়ার শায়খুল হাদীস মাওলানা আবু সাবের আবদুল্লাহ।

মাদরাসার মুহতামিম ও অনুষ্ঠানের মুখ্য আলোচক শায়খুল হাদিস আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী বলেন, কওমি মাদরাসা জনগণের অর্থে পরিচালিত, জনকল্যাণমুখী কাজে নিবেদিত, সুনাগরিক তৈরির কারখানা। এই মাদরাসার পরিচর্যা ও খেদমত করা আমাদের দায়িত্ব।

এছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা করেন, তিলপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা ইউনুস ঢালী, দক্ষিণ বনশ্রীর কেন্দ্রীয় জামে মসজিদেন ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হুসাইন, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হুসাইন, মারকাযু শাইখিল ইসলাম মাদানিয়ার মুহতামিম মাওলানা আদুল আলিম, আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব, জামিয়া মাহমুদিয়ার নাজেমে তালিমাত মুফতি নুরুল আলম ইসহাকী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মারুফ হাসান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ