কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী
প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৩ বিকাল
নিউজ ডেস্ক

আদর্শ মানুষ তৈরি,  উম্মাহর ঈমান আমলের সুরক্ষা, দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত মানুষ গড়াই দেশের কওমি মাদরাসার মূল লক্ষ্য- উদ্দেশ্য।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাসাবো এলাকার দক্ষিণগাঁওয়ের জামিয়া মাদানিয়ার দারুল উলুমের শিক্ষা সমাপনী ও প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাদরাসার মুতাওয়াল্লি হাজি শহিদুল্লাহ, প্রধান অতিথি ছিলেন মালিবাগ জামিয়ার শায়খুল হাদীস মাওলানা আবু সাবের আবদুল্লাহ।

মাদরাসার মুহতামিম ও অনুষ্ঠানের মুখ্য আলোচক শায়খুল হাদিস আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী বলেন, কওমি মাদরাসা জনগণের অর্থে পরিচালিত, জনকল্যাণমুখী কাজে নিবেদিত, সুনাগরিক তৈরির কারখানা। এই মাদরাসার পরিচর্যা ও খেদমত করা আমাদের দায়িত্ব।

এছাড়াও অনুষ্ঠানে বক্তৃতা করেন, তিলপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা ইউনুস ঢালী, দক্ষিণ বনশ্রীর কেন্দ্রীয় জামে মসজিদেন ইমাম ও খতিব মাওলানা দেলোয়ার হুসাইন, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল হুসাইন, মারকাযু শাইখিল ইসলাম মাদানিয়ার মুহতামিম মাওলানা আদুল আলিম, আওয়ার ইসলাম সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব, জামিয়া মাহমুদিয়ার নাজেমে তালিমাত মুফতি নুরুল আলম ইসহাকী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মারুফ হাসান।

আরএইচ/