মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ।। ১৭ বৈশাখ ১৪৩১ ।। ২১ শাওয়াল ১৪৪৫


তেজগাঁও আল-জামিয়াতুল ইসলামিয়া বায়তুল আমান মাদরাসায় ভর্তি শুরু আগামীকাল  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানী ঢাকার বি.জি. প্রেস স্টাফ কোয়ার্টার, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া বায়তুল আমান মাদরাসায় (মাদরসা ও লিল্লাহ বেডিং) ভর্তি শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (০৮ শাওয়াল) সকাল ৮টা থেকে।

জানা যায়, প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের সাবেক শিক্ষা সচিব ও স্বনামধন্য মুহাদ্দিস মুফতি আফজাল হোসাইন কাইমুরী।

জামিয়ার শায়খুল হাদিস হিসেবে দরস প্রদান করছেন আল্লামা আবু সাবের আব্দুল্লাহ্।

জামিয়ার বিভাগ সমূহ-

■ আদর্শ নুরানী মক্তব

■ আধুনিক মশকের পদ্ধতিতে নাজেরা

■ আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন

■ কিতাব বিভাগ (ইবতেদাইয়্যাহ-দাওরায়ে হাদিস)

জামিয়ার বৈশিষ্ট্য সমূহ-

» দরসে নেযামি ও মাদানি নেসাবের সমন্বয়ে পাঠদান।

» অভিজ্ঞ ও যোগ্য আল্লাহভীরু শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।

» দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত।

» শিক্ষার পাশাপাশি আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনে বিশেষ তরবিয়ত ও ইসলাহি মজলিসের ব্যবস্থা।

» দৈনন্দিন কাজকর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের আমলী প্রশিক্ষণ।

» সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের পড়ালেখার মানোন্নয়ন করণ।

» কওমি মাদরাসার শিক্ষাবোর্ড কর্তৃক প্রণীত সিলেবাস অনুকরণ।

» ছাত্রদের মেধা বিকাশে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।

» লেখা-পড়া, আমল-আখলাক ও উন্নত চরিত্র গঠনে উস্তাদগণের সার্বক্ষণিক তত্ত্বাবধান।

» আরবি ভাষায় লিখনী, কথোপকথন ও বক্তৃতার সুব্যবস্থা।

» আরবি ভাষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজী ও সাধারণ জ্ঞান পাঠদান।

বি:দ্র: দাওরায়ে হাদিস-মেশকাত জামাত এবং গরীব ও মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

যোগাযোগ-

মাওলানা আবুল কালাম

মুহতামিম ও শায়খুল হাদিস, অত্র জামিয়া

মোবাইল: ০১৯৯৯-৪৯৯৭৯৯

মুফতি নুরুজ্জামান

ভাইস প্রিন্সিপাল, অত্র জামিয়া

মোবাইল: ০১৭৩৬-৩৬৭৬১৬

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ