শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গাজায় বোমা বিস্ফোরণে ৪ জন ইসরায়েলি সেনা নিহত রাশিয়া থেকে এক হাজার সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন যৌথ বাহিনীর অভিযান: সারাদেশে আটক ২৯ জন কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা কেবল নেতা পরিবর্তন করতে জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত দেয় নাই : শায়েখে চরমোনাই জুলাই চেতনার সাথে গাদ্দারি ইতিহাস ক্ষমা করবে না : নেজামে ইসলাম পার্টি  চাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা হক্কানী আলেমদের পরামর্শে রাজনৈতিক সিদ্ধান্ত জাতির জন্য কল্যাণকর: জমিয়ত আলোচনার মধ্যে কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়: মির্জা ফখরুল শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা

সীমিত কোঠায় ভর্তি নেবে ঢাকার জামিয়া ইসলামিয়া জহির উদ্দিন আহমদ মানিক নগর মাদ্রাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সীমিত কোঠায় ভর্তি নেবে জামিয়া ইসলামিয়া জহির উদ্দিন আহমদ মানিক নগর মাদ্রাসা ও এতিমখানা ৫৭/১ এ, ওয়াসা রোড উত্তর মানিকনগর ঢাকা।

জানা যায়, ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষে নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগের নতুন-পুরাতন ছাত্রদের সীমিত কোঠায় ভর্তি নেয়া হবে। ফরম বিতরণ : ৭ শাওয়াল  ১৭ এপ্রিল বুধবার।

বিভাগসমূহ-
ক. আদর্শ নূরানী 
খ. নাজেরাতুল কুরআন 
গ. হিফজুল কুরআন 
ঘ. হিফজ রিভিশন 
ঙ. কিতাব বিভাগ 
(ইবতিদাইয়্যা থেকে তাকমিল দাওরায়ে হাদিস পর্যন্ত)

বৈশিষ্ট্য সমূহ
★ তিন বছরে হিফজুল কুরআন সমাপনীর ব্যবস্থা। ★ আন্তর্জাতিক মানের হাফেজ কারীগণের তত্ত্বাবধানে মশক ও শ্রুতিমধুর তিলাওয়াত শিক্ষা।
★ পড়া লেখার মানোন্নয়নে বেফাক ও হাইয়াতুল উলয়া বোর্ডের অধীনে পরিক্ষা গ্রহণ।
★ মনোরম পরিবেশে তিন বেলা স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন।
★ প্রাথমিক চিকিৎসা ও নিয়মিত শরীরচর্চা।
★ সুদক্ষ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে দ্বীনি পরিবেশে পাঠদান ও গ্রহণ। 
★ ধর্মীয় ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়। 
★ নৈতিক ও চারিত্রিক অবক্ষয় রোধে আত্মশুদ্ধির ব্যবস্থা।
★ এতিম মেধাবী ও অসহায় ছাত্রদের জন্য থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা। 
★ সার্বক্ষণিক নিরাপত্তার লক্ষ্যে সিসি ক্যামেরা ও সিকিউরিটি গার্ডের ব্যবস্থা ।

ভর্তির নিয়মাবলি ও খরচের তালিকা।
ভর্তি ফরম: ১০০ একশত টাকা। 
নতুন ছাত্রদের ভর্তি ফী : ৩৫০০/-
পুরাতন ছাত্রদের ভর্তি ফী ২৫০০/-

নূরানী, নাজের ও হিফজ বিভাগের আবাসিক, অনাবাসিক / ডে-কেয়ার বেতন : ১৫০০/-
মাসিক খোরাকি : ২৫০০/-

কিতাব বিভাগের বেতন: ১২০০/- 
মাসিক খোরাকি : ২০০০/-

ভর্তি ইচ্ছুক সকল ছাত্রকে এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, এন আইডি ফটোকপি/জন্ম
সনদের ফটোকপি সাথে আনতে হবে।

প্রতিদিন সকাল ০৮টা থেকে ১২ টা, দুপুর ২.৩০ মি. থেকে আসর ও মাগরিবের পর থেকে রাত ৯টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। 

সার্বিক যোগাযোগ: ০১৮৩৩৫৫৭১১১২, ০১৯৩১৩৪৯৬৬৯, ০১৯৩১৩৪৭৯৭৭

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ