শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

আগামি বছর হতে কাফিয়া জামাতে কেন্দ্রীয় পরীক্ষার ঘোষণা বেফাকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা (১৪৪৬ হি.) হতে অন্যান্য জামাতের সাথে সানাবিয়্যাহ-২ (কাফিয়া) জামাতের পরীক্ষাও কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে।

গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

মাওলানা নদভী বলেন, বিগত ২০১৮ সনে অনুষ্ঠিত বেফাকের মজলিসে উমূমী সম্মেলনে সানাবিয়্যাহ-২ (কাফিয়া- দশম শ্রেণি সমমান) জামাতের কেন্দ্রীয় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হলে বিগত ২০/০৮/১৪৩৯ হি. মোতাবেক ০৭/০৫/২০১৮ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে আমেলায় সানাবিয়্যাহ-২ (কাফিয়া- দশম শ্রেণি সমমান) জামাতের কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে বিগত ২৫/০২/১৪৪৩ হি. মোতাবেক ০৩/১০/২০২১ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে খাসে বেফাকের নেসাব কমিটির প্রস্তাবনা অনুযায়ী নেসাব নির্ধারণ করা হয়। যা বিগত ২২/০৩/১৪৪৩ হি. মোতাবেক ৩০/১০/২০২১ ঈ. অনুষ্ঠিত মজলিসে আমেলা ও ২৮/০৪/১৪৪৩ হি. মোতাবেক ০৪/১২/২০২১ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে শুরায় সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। পরবর্তীতে আলোচনা-পর্যালোচনার পর বিগত ২৮/০৭/১৪৪৫ হি. মোতাবেক ১০/০২/২০২৪ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে খাসে আগামী বছর ১৪৪৬ হি. হতে সানাবিয়্যাহ-২ (কাফিয়া- দশম শ্রেণি সমমান) জামাতের কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, কাফিয়া জামাতের পর সকল বালক মাদরাসায় আবশ্যকীয়ভাবে শরহে জামি জামাত থাকতে হবে। কেননা, কাফিয়ার পর সানাবিয়া উলিয়ার (শরহে বেকায়া) কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য দুই বছর ব্যবধান থাকা জরুরি।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ