বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ ।। ১৮ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৭


দেশের সর্বনিম্ন ১১.১ ডিগ্রি তাপমাত্রা দিনাজপুরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি শীত মৌসুমে দিনাজপুরে তৃতীয় বারের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি একই সঙ্গে চলতি শীত মৌসুমে জেলার এবং সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা

বুধবার (৩ ডিসেম্বর) সকালে হালকা কুয়াশার দেখা মিললেও বেলাবাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোও ছড়িয়ে পড়েছে। তবে বেশ শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশার দেখা মিলছে।

এর আগে ১ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আজ দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮১ শতাংশ। বাতাসের গড় গতিবেগ উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার। যা গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘জেলায় একটু একটু করে শীত বাড়ছে। তাপমাত্রা ওঠানামা করছে। আজ বুধবার সকাল ৯টায় চূড়ান্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দিনাজপুরে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

অন্যদিকে সকালে-সন্ধ্যা মানুষকে শীতের কাপড় পরতে দেখা যাচ্ছে। ভোরে মসজিদে মুসুল্লিরা শীতের কাপড় পরে নামাজে আসছেন। বীরগঞ্জ উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নের দেবীপুর মুসুল্লি আব্দুল জলিল বলেন, ‘শীত অনুভূত হচ্ছে। ভোরে শীতের কাপড় পরে বের হতে হচ্ছে। শীত আসছে তা বোঝা যাচ্ছে।

বীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের বাবুল রায় বলেন, ‘সকালে খুব শীত ছিল। এখন রোদ উঠেছে, তবে হাত-পা ঠাণ্ডায় টাটাচ্ছে। এবার শীতে আচকেই প্রথম এত শীত পড়েছে।

বিরল উপজেলার নুর আলম বলেন, ‘শীত এসে গেছে। মানুষ শীতের কাপড় পরতে শুরু করেছে। গরু ছাগলকেও মীত নিবারণের জন্য চটের বস্তা দিয়ে ঝুল বানিয়ে পরিয়ে রাখা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ