সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
প্লট বরাদ্দে দুর্নীতি : রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সাদপন্থীদের আমির ওয়াসিফুল ইসলাম, শুরায়ি নেজামের বার্তা কোনো মুসলমান সেকুলারিজম সরকার গঠন করতে পারে না: ইবনে শাইখুল হাদিস পশ্চিম তীরে ৪ বিদেশির ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বিশ্ববাজারে আফগানিস্তানের সাফল্য: হেরাতের রপ্তানি তিনগুণ প্লট বরাদ্দে জালিয়াতি : হাসিনা-রেহানা-টিউলিপের রায় আজ প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা নেতানিয়াহুর, ইসরায়েলে তীব্র বিক্ষোভ  স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশের সঙ্গে সেলফি ৫০ কোটির বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে : এফএও

সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের এইচএসসি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা কলেজের স্বাতন্ত্র ও অস্তিত্ব রক্ষা এবং স্কুলিং মডেল বাতিলের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ কর্মসূচি পালন করছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের (এইচএসসি) শিক্ষার্থীরা।

সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১০ টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাইন্সল্যাব মোড়ের দিকে যান এবং অবরোধ কর্মসূচি শুরু করেন। মোড়ে এখন পর্যন্ত (বেলা ১১.০০টা) তারা অবস্থান করে স্লোগান দিচ্ছেন। এতে আশেপাশের পুরো এলাকার রাস্তাগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এসময় তাদেরকে ‘স্কুলিংয়ের ঠাঁই নাই, ঢাকা কলেজের আঙ্গিনায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্কুলিংয়ের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘স্কুলিংয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া সংশোধন করতে হবে। খসড়ার স্কুলিং মডেলের মাধ্যমে সাত কলেজকে বিলুপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এতে হুমকিতে পড়তে যাচ্ছে ঢাকা কলেজের অনার্স-মাস্টার্স। অস্তিত্ব সংকটে পড়বে ইন্টারমিডিয়েট।

তারা আরও বলেন, স্কুলিং মডেল সাত কলেজের অনুপযোগী-অযৌক্তিক। মডেল প্রণয়নে বেশিরভাগ শিক্ষার্থীর মতামত উপেক্ষা করা হয়েছে। স্কুলিং মডেল কোনোভাবেই ঢাকা কলেজে বাস্তবায়ন করতে দেয়া হবে না। দাবি আদায়ে তারা যতদিন প্রয়োজন ততদিন রাজপথে আন্দোলন করার কথাও জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ