শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৮ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা বোরহান উদ্দিন   বিশ্বের ৪৫০ প্রভাবশালী ইহুদির ইসরায়েলের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার আহ্বান মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছেলের সাথে প্রাণ গেলো বাবার ইসকন নিষিদ্ধসহ সাত দফা দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ১০ বিভাগীয় শহরে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ শনিবার ইসকন বাংলাদেশের জন্য অশনিসংকেত: ছাত্র জমিয়ত বাংলাদেশ

মাদরাসার ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: ঢাবিতে খেলাফত ছাত্র মজলিসের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছাত্ররা ওই পাশবিক ঘটনার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে, যা রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিফলন। তারা সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।

মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, "ধরনের নৃশংস ঘটনায় শুধু আইন নয়, সমাজের নৈতিক অবক্ষয়কেও দায়ী করতে হবে। ইসলামি মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠন ছাড়া এর স্থায়ী সমাধান সম্ভব নয়।"

পরে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে টিএসসি চত্বর প্রদক্ষিণ করে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা দেশজুড়ে এ ধরনের ঘটনার বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করবে এবং ন্যায়ের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে।

এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি চলমান সামাজিক অনাচারের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে বিবেচিত হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ