শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

ঝড়ে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা,খোলা মাঠে ক্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝড়-তুফানের তাণ্ডবে তছনছ হয়ে গেছে দোয়ারাবাজারের দোহালিয়া ইউনিয়নের মাদ্রাসায়ে নুরে মদিনা শিবপুর। এর পর সোমবার(১৭ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে খোলা জায়গায় শিক্ষার্থীদের পাঠদান করেছেন শিক্ষকরা।

গত শনিবার(১৬ মার্চ) রাত ১১টার দিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় মাদ্রাসাটি লন্ডভন্ড হয়। চালের টিন উড়ে যায়। ভেঙে যায় বেঞ্চসহ অন্য আসবাব।

স্থানীয়রা জানান, ২০২০ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্লে-নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান হয়। শিক্ষার্থী আছে ৩৫০ জন। ১১ জন শিক্ষক দিয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি দ্রুতই শিক্ষার পরিবেশ ও মান বজায় রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

শিক্ষার্থী আদিলুর রহমান ফারহান বলেন, খোলা জায়গায় ক্লাস করলে নানা সমস্যা হয়। দ্রুত মাদ্রাসা সংস্কারের দাবি তার।

শিবপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী বলেন, দ্রুত সংস্কার না হলে সুষ্ঠুভাবে পড়াশোনা করানো সম্ভব হবে না। তিনি মাদ্রাসা সংস্কারে সরকারের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা করার আহ্বান জানান।

মাদ্রাসার প্রধান শিক্ষক মো. সালাতুর রহমান বলেন, খোলা জায়গায় ক্লাস করালে শিক্ষার্থীদের যেমন সমস্যা হয়, তেমনি শিক্ষকদেরও কষ্ট হয়। প্রশাসনকে দ্রুত মাদ্রাসাটি পুনর্নির্মাণ করার আহ্বান জানান তিনি।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু বলেন, ঝড়-তুফানে মাদ্রাসা নুরে মদিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। খোলা জায়গায় পাঠদান হচ্ছে জেনে খারাপ লাগছে। এলাকার লোকজন যোগাযোগ করলে প্রশাসন সাধ্যমতো সরকারি সহায়তা করার চেষ্টা করবে।

নারনা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ