শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
হিন্দু যুবক কর্তৃক মাদরাসা ছাত্রী ধর্ষণ, যা বলছে পুলিশ হেড কোয়ার্টার চট্টগ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য তারেক রহমানের আর্থিক সহায়তা শাপলা চত্বর ও মোদিবিরোধী আন্দোলনে শহীদ ৭৭ পরিবার পেল অনুদান  অগ্নিকাণ্ডে শাহজালালে ফ্লাইট চলাচল বন্ধ ভয়াবহ আগুনে পুড়ছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ হেফাজত আমিরের দোয়া নিলেন জামায়াত সেক্রেটারি শাপলা চত্বরে শহীদদের নাম লেখা হবে স্থায়ী অবকাঠামোতে সীমান্তে সহিংসতা নিয়ে কাতারে আলোচনা করবে পাকিস্তান ও আফগানিস্তান জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতির সঙ্গে প্রতারণা হবে: নাহিদ ইসলাম যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করলো পাকিস্তান-আফগানিস্তান

জেসিআই বাংলাদেশ সিনেট সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেসিআই বাংলাদেশ সিনেট এর ২০২৪ সালের নতুন সিনেট সদস্যগণদের সনদ প্রদান এবং পিন অলংকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ সিনেট এর ২০২৪ সালের ২৫ জন নতুন সিনেট সদস্যগণদের সনদ প্রদান এবং পিন অলংকরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। রাজধানীর জেসিআই বাংলাদেশ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই সিনেট বাংলাদেশের প্রেসিডেন্ট সিনেটর এম কামরুল চৌধুরী। তিনি সভায় সংগঠনটির বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং  সিনেট বাংলাদেশকে আরও গতিশীল ও কার্যকরী করতে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৫ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, জেসিআই বাংলাদেশ ট্রাস্ট চেয়ারপারসন সিনেটর  এম সাখাওয়াত হোসেন মামুন, জেসিআই সিনেট বাংলাদেশের প্রধান উপদেষ্টা অ্যাম্বাসেডর সিনেটর এম মসুদ মান্নান। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে জেসিআই সিনেট বাংলাদেশের কর্মপরিকল্পনা কার্যকর করার বিষয়ে আলোচনা করেন। নেতৃত্বের বিকাশ, সদস্যদের দক্ষতা উন্নয়ন, সামাজিক উদ্যোগের প্রসার এবং যুব নেতৃত্ব তৈরিতে জেসিআই সিনেট বাংলাদেশ কীভাবে অবদান রাখতে পারে, সে বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সিনেট বাংলাদেশের ঐক্য, নেতৃত্ব এবং সেবামূলক কার্যক্রমের  প্রতিফলক স্বরূপ সিনেট বাংলাদেশ পতাকা উন্মোচন করা হয়। এর মধ্য দিয়ে সিনেট বাংলাদেশ একটি নতুন অধ্যায় রচনা করল যেখানে সিনেটরগণ দেশের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জেসিআইতে সিনেট একটি বিশেষ সম্মানজনক সদস্যপদ যা দীর্ঘদিন ধরে সংগঠনের প্রতি নেতৃত্ব এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। নতুন সিনেটরদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে জেসিআই বাংলাদেশ সিনেট তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে—এ সংগঠন দেশের সম্ভাবনাময় তরুণ নেতাদের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ