শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

ফরিদাবাদ মাদরাসার ছাত্রদের প্রতিবাদী মিছিল, বন্ধ হলো সাকরাইনের উচ্ছৃঙ্খলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাঈমুর রহমান
বিশেষ প্রতিনিধি

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাকরাইন বা ঘুড়ি উৎসবের নামে চলা বিকট আওয়াজের আতশবাজি, ফানুস ও গানবাজনার প্রতিবাদে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার উলামা-তলাবা এবং সাধারণ মুসল্লিরা রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল বের করেন।

প্রতি বছর পৌষের শেষ দিন পুরান ঢাকায় সাকরাইন উপলক্ষে ঘুড়ি ওড়ানো, আতশবাজি, ফানুস ও ডিজে পার্টির মাধ্যমে দিনভর চলতে থাকে অসামাজিক কর্মকাণ্ড। এতে এলাকাবাসী ও সচেতন নাগরিকরা বিরক্ত ও সমস্যার সম্মুখীন হন। শিশুদের আতশবাজির আওয়াজে ভীতি, হার্টের রোগীদের হৃদরোগের ঝুঁকি, শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন এবং ধর্মীয় ইবাদত-বন্দেগীতে প্রতিবন্ধকতার অভিযোগ প্রায়ই উঠে আসে।

এরই ধারাবাহিকতায় গত রবিবার (১২ জানুয়ারি) আলেম-উলামারা সাকরাইনের অসামাজিক কর্মকাণ্ড বর্জনের দাবিতে মিছিল ও সমাবেশ করেন এবং সতর্ক বার্তা দেন। তবে এ সতর্কতাকে উপেক্ষা করে মঙ্গলবার সন্ধ্যায় পুনরায় সাকরাইনের কার্যক্রম শুরু হলে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্র-উস্তাদরা রাস্তায় নেমে প্রতিবাদী মিছিল বের করেন।

মিছিলটি গেন্ডারিয়া ও সূত্রাপুর থানায় গেলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে এবং কয়েকজনকে আটক করে। এ উদ্যোগের ফলে সাকরাইনের অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়ে যায় এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এলাকাবাসী ফরিদাবাদ মাদ্রাসার উলামা-তলাবা ও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন এবং সাকরাইনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানান।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ