শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

বেফাকসহ কওমি বোর্ডগুলোর রুটিন প্রকাশ, জেনে নিন কখন শুরু হচ্ছে কাদের পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

দেশব্যাপী শুরু হচ্ছে কওমি মাদরাসা কেন্দ্রীক প্রতিষ্ঠিত শিক্ষাবোর্ডগুলোর কেন্দ্রীয় সমাপনী পরীক্ষা।

জানা যায়, দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনস্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ’র সমাপনী পরীক্ষা পর্যায়ক্রমে চলতি মাসেই শুরু হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ’র কেন্দ্রীয় পরীক্ষা। প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা। ১৫ হাজারের বেশি মাদরাসার তিন লাখ ৬০ হাজার শিক্ষার্থী বেফাকের এবারর ৪৭তম পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত।

একই দিন (মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ’র কেন্দ্রীয় পরীক্ষা। মোট ২৬৫টি মাদরাসা সাত হাজারের বেশি শিক্ষার্থী বোর্ডটি কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেবে। চলবে ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত।

আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে সিলেটের কওমি মাদরাসা বোর্ড আযাদ দ্বীনী এদারার কেন্দ্রীয় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। চলবে ১ মার্চ (শুক্রবার) পর্যন্ত। অনুষ্ঠেয় পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলায় সর্বমোট ১৪৭ টি কেন্দ্রে ৭২১ জন নেগরান দায়িত্ব পালন করবেন। পরীক্ষায় অংশ নেবেন ২৩২৬৯ জন ছাত্র/ছাত্রী।

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ’র কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) থেকে। ২৩ শ’রও বেশি মাদরাসার প্রায় ৯০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা চলবে ৩ মার্চ (রোববার) পর্যন্ত।

এছাড়া চট্টগ্রামের আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ’র কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে। চলবে ৫ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ