সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

১০ কোটি করোনার টিকা ধ্বংস করলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ডের ১০ কোটি ডোজ টিকা ধ্বংস করেছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে এগুলো ধ্বংস করা হয়েছে।

আজ শুক্রবার (২১ অক্টোবর) মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত সেরামের মূল কারখানায় এসব টিকা ধ্বংস করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সেরাম ইনস্টিটিউটের শীর্ষ নির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, ২০২১ সালের ডিসেম্বর থেকে কোভিশিল্ডের উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এছাড়া কোম্পানির সংরক্ষণাগারে থাকা অন্তত ১০ কোটি ডোজ টিকা ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে।

তিনি বলেন, ভারতের জনগণ করোনাভাইরাসের ওপর এতটাই বিরক্ত হয়ে উঠেছে যে তারা আর বুস্টার ডোজও নিতে চাইছে না।

করোনা টিকার ভবিষ্যত নিয়ে হতাশা প্রকাশ করে পুনাওয়ালা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শীতকালে জ্বর ও সর্দিকাশি হয়। এবার শীতকালে ইউরোপের লোকজন জ্বর ও সর্দিকাশি সম্পর্কিত ওষুধের পাশাপাশি হয়তো করোনাভাইরাসের টিকার একটি ডোজও নেবেন। কিন্তু ভারতের লোকজন সাধারণ ঠাণ্ডা, জ্বরে ওষুধ সেবন করে না।

২০২০ সালে ব্রিটিশ-সুইডিশ বহুজাতিক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে করোনাভাইরাসের টিকা উৎপাদনের চুক্তি করে ভারতের সেরাম ইনস্টিটিউট। এরপর অ্যাস্ট্রাজেনেকা টিকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড উৎপাদন করা শুরু করে প্রতিষ্ঠানটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ