বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশে কেন একজন মাওলানা ফজলুর রহমান নেই, কেন হয় না! বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল শরীরের মরা চামড়া উঠে গেলে অজু ভাঙবে?

সীরাতুন্নাবী সা. বক্তৃতা প্রতিযোগিতা, আসরের পর শুরু হচ্ছে পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে রাজধানীর চৌধুরী পাড়ায় শেখ জনুরুদ্দীন দারুল কোরআন মাদরাসায় চলছে বক্তৃতা প্রতিযোগিতা।

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’র যৌথ উদ্যোগ অনুষ্ঠিত এ আয়োজন শুরু হয় গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে। আজ বিকেলে পুরস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্ত হবে বক্তৃতা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে আসরের পূর্বে মসজিদ-ই-নূর প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

জানা যায়, আজ আসরের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া ইকরা বাংলাদেশের মহাপরিচালক আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ। এছাড়া সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা ও মসজিদ-ই নূর- এর মুতাওয়াল্লি আলহাজ মুহাম্মাদ ইমাদুদ্দিন নোমান। আলোচনা করবেন শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী, শুভেচ্ছা বক্তব্য রাখবেন মাওলানা খোরশেদ আলম কাসেমী।

এছাড়া উপস্থিত থাকবেন লেখক মুহাদ্দিস মাওলানা জামিল আহমদ, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, কবি ও ছড়াকার জিয়াউল আশরাফ, মুফতি এনায়েত কবীর, মুফতি নুরুল আলম ইসহাকী প্রমুখ।

এদিকে বক্তৃতা প্রতিযোগিতায় রাজধানী ঢাকার বিভিন্ন মাদরাসার দেড় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেছে। বিজয়ীদের পুরস্কার সমূহ:
১ম পুরস্কার: ১৫ হাজার টাকা ও মেডেল।
২য় পুরস্কার: ১০ হাজার টাকা ও মেডেল।
৩য় পুরস্কার: ৮ হাজার টাকা ও মেডেল।
৪র্থ থেকে ১০ পুরস্কার: ১৫০০ টাকা ও মেডেল।
এছাড়াও থাকবে সমমূল্যের বই ও সার্টিফিকেট।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ