বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন : আইন উপদেষ্টা

জিকিরের উপকারিতা প্রথম দিন থেকেই শুরু হয়ে যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাকসুদুর রহমান সাইমন রশীদি।

আশরাফ আলী থানবী রহ. বলেন,জিকিরের মধ্যে মন বসুক চাই না বসুক,নিয়মিত তা করে যাবে। ধীরে ধীরে জিকিরের এমন অভ্যাস হয়ে যায় যে,জিকির ছাড়া শান্তিই পাওয়া যায় না। যেমন, প্রথম প্রথম হুক্কা পান করতে মাথা ঘুরায়,অস্বস্তি লাগে, বমিও হয়। কিন্তু পান করতে করতে এমন অবস্থা হয়ে যায় যে, খাবার মিলুক বা না মিলুক, দুই সিলিম তামাক যেন মিলে।

একবার থানভী রহ. বলেন,উপকার তো শুরু থেকেই হতে থাকে। কিন্তু তা বুঝা যায় না। যেমন একটি শিশু প্রতি দিনই কিছু না কিছু বড় হয়, কিন্তু বোঝা যায় না যে আজ এতটুকু বড় হলো,কাল এতটুকু বড় হলো।

কিন্তু একটি উল্লেখযোগ্য পরিমাণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর তার অতীতের অবস্থাকে চিন্তা করে তুলনা করা হলে আকাশ-পাতাল পার্থক্য দেখা যায়।

জিকিরের অবস্থাও একই রকম।প্রথম দিকে মনে হয়,যেন কোন উপকার হচ্ছে না। অথচ প্রকৃত পক্ষে অবিরাম উপকার হচ্ছে।

একবার বলেন,পাথরের উপর এক ফোঁটা পানি পড়ে, তারপর দ্বিতীয়,তারপর তৃতীয়। এমনকি পানি পড়তে পড়তে তার মধ্যে গর্ত সৃষ্টি হয়। তাই কি বলা হবে যে,শেষ ফোটা গর্ত সৃষ্টি করেছে। মোটেই নয়।

বরং গর্ত করার মধ্যে প্রথম ফোটারও তেমনই দখল রয়েছে, যেমন দখল রয়েছে শেষ ফোঁটার। প্রথম ফোটাকে কখনোই প্রভাব শূন্য মনে করা উচিত নয়।

একই ভাবে প্রথম দিনের জিকির-যাকে ফলশূন্য মনে করা হয়-মোটেই ফলশূন্য নয়।পরিশেষে যে বিশেষ অবস্থা সৃষ্টি হবে,তার মধ্যে প্রথম দিনের জিকিরেরও সেই পরিমাণ দখল রয়েছে, যে পরিমাণ রয়েছে শেষ দিনের জিকিরের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ