বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন : আইন উপদেষ্টা

হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ জাবি ছাত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব আবাসিক হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিল শেষে বিক্ষুব্ধ ছাত্রীরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে অবস্থান নিয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ‘অমর একুশে’ হয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে হলটি খুলে দেয়ার দাবিতে সেখানে বিক্ষোভ করতে থাকেন ছাত্রীরা। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে নয়টা) ছাত্রীরা হলটির সামনে অবস্থান করছিলেন।

এদিকে হল খুলে দেয়ার দাবির বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল বন্ধ করা হয়েছে। এখানে আমি হল খুলে দিতে পারি না।’

এর আগে গত মঙ্গলবার উপাচার্যের বাসভবনের সামনে তার পদত্যাগ দাবিতে আন্দোলনরতদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এর প্রেক্ষিতে ওইদিন সিন্ডিকেটের এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

এদিকে শুক্রবার দিনব্যাপী কর্মসূচি শেষে মিটিংয়ে বসেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। পরে এক সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনের অন্যতম সংগঠক শাকিল উজ্জামান বলেন, ‘শনিবার বিকেল চারটায় ব্যাঙ্গাত্মক পটচিত্র নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হবে। মিছিল শেষে পটচিত্রটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে টাঙানো হবে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ