সোমবার, ১১ আগস্ট ২০২৫ ।। ২৭ শ্রাবণ ১৪৩২ ।। ১৭ সফর ১৪৪৭

শিরোনাম :
দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১ আহত ৭ গাজা সিটি দখল পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা ১০০ টাকার নতুন নোট বাজারে আসছে কাল, থাকছে ষাট গম্বুজ মসজিদের ছবি হজ ব্যবস্থাপনাকে ব্যবসা হিসেবে দেখি না: আয়েশা চৌধুরী ৩৩ বছরের ইমামের বিদায়ে কাঁদলেন এলাকাবাসী, দিলেন পাঁচ লক্ষাধিক টাকা কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশে লক্ষাধিক লোক জমায়েতের টার্গেট বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মঈনুল, সম্পাদক আমিরুল ইসলাম ‘নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান স্বর্ণাক্ষরে লেখার মতো’

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের ক্ষোভ ও নিন্দা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার (৮ জুলাই) সংবাদ মাধ্যমের প্রেরিত এক বিবৃতির মাধ্যমে তিনি এই ক্ষোভ প্রকাশ করেছে। 

বিবৃতিতে তিনি বলেন, “গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার নিকটবর্তী স্থানে সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিনকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা শুধু নির্মম নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতার প্রতিচ্ছবি। এ মর্মান্তিক হত্যাকাণ্ডে আমি নিহত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি বলেন, “তুহিন সাহেব সাংবাদিকতা পেশার দায়িত্ব পালনকালে সমাজের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছিলেন। শুনেছি, হত্যার কয়েক ঘণ্টা আগে তিনি চাঁদাবাজি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এরপরই তাঁকে নির্মমভাবে হত্যা করা হলো—এটি অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রমাণ করে, অপরাধীরা এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা গণমাধ্যমের কণ্ঠও রক্তাক্তভাবে স্তব্ধ করে দিতে দ্বিধা করছে না।”

মহাসচিব বলেন, “বর্তমান শাসনব্যবস্থায় অপরাধের প্রশ্রয়, বিচারহীনতা এবং দুর্বৃত্তদের রাজত্বের কারণে দেশে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। যেখানে সংবাদকর্মী হত্যার মতো ভয়াবহ ঘটনা প্রকাশ্যে ঘটছে, সেখানে সাধারণ নাগরিক কতটা নিরাপদ—তা সহজেই অনুমেয়।”

তিনি আরও বলেন, “সমাজে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের যে ভয়ংকর বিস্তার ঘটেছে, তা রোধ করা না গেলে এমন হত্যাকাণ্ড আরও বাড়বে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে দায় এড়ানোর সুযোগ নেই।”

মাওলানা জালালুদ্দীন আহমদ অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। একইসাথে তিনি সমাজের বিবেকবান মানুষদের নিয়ে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ব্যাপক সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ