সোমবার, ১১ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৭ সফর ১৪৪৭

শিরোনাম :
বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মঈনুল, সম্পাদক আমিরুল ইসলাম ‘নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান স্বর্ণাক্ষরে লেখার মতো’ জুলাই সনদ ইস্যুতে বিশেষজ্ঞ মতামত নিল ঐকমত্য কমিশন ফারাবীর জামিন আদেশ বহাল রাখল চেম্বার আদালত নির্বাচনে ভারত বিরোধীদের মার্কা হবে হাতপাখা : শায়খে চরমোনাই এনসিপিসহ ১৬টি দল ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ সংসদের দুই কক্ষে পিআর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের ‘সন্ত্রাসে ম্লান অন্তর্বর্তী সরকারের সাফল্য, নির্বাচনকেও অনিশ্চিত করে তুলবে’ প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি : তারেক রহমান দারুল উলুম দেওবন্দে নবীজির স্মৃতিধন্য রুমাল

জুলাই সনদ ইস্যুতে বিশেষজ্ঞ মতামত নিল ঐকমত্য কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই জাতীয় সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে তার উপায় খুঁজে বের করার লক্ষ্যে বিশেষজ্ঞজনের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

রবিবার (১০ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের এলডি হলে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আলোচনা অনুষ্ঠিত হয়।
 
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজের সভাপতিত্বে সভায় বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

এ সময় কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাষ্ট্র সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো ও একটি ‘জাতীয় সনদ’ প্রণয়ন করার লক্ষ্যে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। ওই কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। গত ৩১ জুলাই দ্বিতীয় দফা সংলাপ শেষ করার মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক খসড়া প্রণয়ন করা হয়েছে। ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশগুলোর বিষয়ে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞদের সঙ্গে এবং সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আরো কথা বলবে।

এরপর ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ