শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফসহ পাঁচজন নিহত হয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে স্থাপিত সাংবাদিকদের তাঁবু লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে আল-জাজিরার পাঁচ সাংবাদিকসহ মোট সাতজন প্রাণ হারান।

নিহত সাংবাদিকরা হলেন—আনাস আল-শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল এবং মোমেন আলিওয়া।

আনাস আল-শরীফ দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত সংবাদ প্রচার করছিলেন। হামলার কিছুক্ষণ আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণ চলছে। তাঁর শেষ ভিডিওতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ এবং অন্ধকার আকাশ কমলা আলোয় আলোকিত হওয়ার দৃশ্য ধরা পড়ে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, আনাস আল-শরীফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিতেন এবং এ বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, সহিংস কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংবাদ প্রচার করাই ছিল তাঁর দৈনন্দিন কাজ,” বলেন তিনি।

সম্প্রতি আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজায় তাদের সাংবাদিকদের, বিশেষ করে আল-শরীফকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর উসকানিমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ