বাংলাদেশে ইসলাম, কুরআন-সুন্নাহ’র পরিপন্থী কোনো আইন বিএনপি ক্ষমতায় এলে প্রণীত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি ক্ষমতায় গেলে শরিয়তবিরোধী কোনো আইন দেশে হবে না। কুরআন-সুন্নাহ’র বিরোধী কোনো বিধান আমাদের নীতিতে নেই এবং থাকবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে মাদরাসা শিক্ষার প্রসার চাই আমরা। তবে মাদরাসাগুলোকে কোনো নির্দিষ্ট দলীয় রাজনীতির মাঠে পরিণত করতে চাই না। এগুলো থাকবে নিরপেক্ষ, নৈতিক ও দ্বীনী শিক্ষার প্রকৃত কেন্দ্র হিসেবে।”
সাম্প্রতিক সময়ের রাজনৈতিক সংলাপের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “আমরা রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থি—সবার সঙ্গে আলোচনা করেছি। হেফাজতে ইসলামের নায়েবে আমিরের সঙ্গে দেখা করেছি, হাটহাজারী মাদরাসায় গিয়েছি, শর্ষিনার পীর সাহেবের সঙ্গে বৈঠক করেছি। আলিয়া মাদরাসা শিক্ষাব্যবস্থার প্রবীণ নেতৃত্বদের সঙ্গেও কথা বলেছি।”
তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশের সব জনগোষ্ঠীকে একত্রিত করে, বিভক্তিহীন একটি ঐক্যবদ্ধ দেশ গড়া। যেখানে সব মত-পথ ও শ্রেণির মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।”
বৈঠকে জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিনিধিরা দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকট, মাদরাসাগুলোর আর্থিক স্বচ্ছলতা, শিক্ষক-কর্মচারীদের মর্যাদা এবং জাতীয় শিক্ষানীতিতে দ্বীনী শিক্ষার অবস্থান শক্ত করার দাবিও উত্থাপন করেন।
এসএকে/