বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘের অফিস সংক্রান্ত চুক্তি বাতিল চেয়ে দেশব্যাপী জমিয়তের স্মারকলিপি কর্মসূচী পালিত মাইলস্টোন ট্রাজেডি: নিহত মাসুমা’র ছেলের পড়াশোনার দায়িত্ব নিলেন তারেক রহমান  ফ্যাসিস্ট আমলের ১০ নির্বাচন কমিশনার ও ২ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা টানা ২বছর ইংল্যান্ড এবং ওয়েলসে সবচেয়ে জনপ্রিয় নাম "মোহাম্মদ" সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি: নাসীরুদ্দীন দারুল উলূম দেওবন্দে নবীজির স্মৃতিধন্য রুমাল এখনো সংরক্ষিত শ্রীমঙ্গলে খিদমাহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহ বিরোধী আইন হবে না: সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ ও পিআর নিয়ে সুরাহা না করেই নির্বাচন আয়োজনে উদ্বেগ: ইসলামী আন্দোলন বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান ওসমান বিন হাদীর

শ্রীমঙ্গলে খিদমাহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার প্রতিনিধি)

ভবিষ্যৎ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করতে এবং খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গলের ভূনবীর দশরথ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুপর্ণা লাহিরী ও দেবতোষ দাশ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা মুস্তাকিম আল মুনতাজ তালুকদার।

তিনি বলেন, “রক্তদান মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। একজন রোগীর কাছে একজন রক্তদাতা যেন ফেরেশতার মতো। খিদমাহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকরা নীরবে-নিভৃতে এই মহান কাজ করে যাচ্ছেন।”

এসময় বক্তারা বলেন, “রক্তদান শুধু একজন মানুষকে বাঁচানো নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব ও মানবিক কর্তব্য। তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়।”

আলোচনা সভা শেষে খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার স্বেচ্ছাসেবক হিসেবে রক্তদানে বিশেষ অবদানের জন্য হাফিজ মাসুম আহমেদ, মো. তুহিন আহমদ, মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, মো. ইব্রাহিম খলিল, আলাল আহমদ, মামুনুর রশীদ মাসুম, ওলিউর রহমান, আজমল হোসাইন, আশিকুর রহমান চৌধুরী, আজিজুর রহমান ও সৌরভ পালকে "সম্মাননা স্মারক" প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য খলিলুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ