রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৭ রবিউস সানি ১৪৪৭


টানা ২বছর ইংল্যান্ড এবং ওয়েলসে সবচেয়ে জনপ্রিয় নাম "মোহাম্মদ"

এম. মোশাররফ হোসাইন
এম. মোশাররফ হোসাইন
শেয়ার
প্রতীকি ছবি

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্য অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে টানা দ্বিতীয় বছরের মতো নবজাতক ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসাবে রয়েছে ‌‌‌‌‌মোহাম্মদ। সূত্র: দ্য সান।

সংবাদপত্রটি জানিয়েছে যে ২০২৪ সালে ৫,৭২১ জনেরও বেশি শিশুর নাম রাখা হয়েছিল "মোহাম্মদ" এছাড়া ৪,১৩৯টি নাম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে "নোয়া"  ।

সূত্রটি আরও জানায়, আদমশুমারীর এ গণনায় আরবি নামের "মুহাম্মদ"-এর মাত্র একটি বানান (Muhammad) গণনা করা হয়েছে।

উল্লেখ্য, একই বছরে ১,৭৬০ জন নবজাতকের একই নাম রাখা হয়েছিল, কিন্তু সেটা ভিন্ন বানানে (Mohammed) ছিল । যার ফলে এই নাম ধারণকারী নবজাতকের মোট সংখ্যা ৭,৪৮১ এ পৌঁছেছে।

এর আগে ২০২৩ সালে "মোহাম্মদ" ছিল সবচেয়ে জনপ্রিয় নাম, সেসময় এ নাম ছিল (উভয় বানান সহ) ৬,২৬২ জন শিশু ছেলের।

এছাড়া, ২০২৩ সালের এক গবেষণা অনুসারে, নবী মুহাম্মদের নাম বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় পুরুষ নাম হতে পারে জানিয়েছেন এক ফরাসি গবেষক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ