বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘের অফিস সংক্রান্ত চুক্তি বাতিল চেয়ে দেশব্যাপী জমিয়তের স্মারকলিপি কর্মসূচী পালিত মাইলস্টোন ট্রাজেডি: নিহত মাসুমা’র ছেলের পড়াশোনার দায়িত্ব নিলেন তারেক রহমান  ফ্যাসিস্ট আমলের ১০ নির্বাচন কমিশনার ও ২ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা টানা ২বছর ইংল্যান্ড এবং ওয়েলসে সবচেয়ে জনপ্রিয় নাম "মোহাম্মদ" সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি: নাসীরুদ্দীন দারুল উলূম দেওবন্দে নবীজির স্মৃতিধন্য রুমাল এখনো সংরক্ষিত শ্রীমঙ্গলে খিদমাহ ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কুরআন-সুন্নাহ বিরোধী আইন হবে না: সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ ও পিআর নিয়ে সুরাহা না করেই নির্বাচন আয়োজনে উদ্বেগ: ইসলামী আন্দোলন বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান ওসমান বিন হাদীর

নির্বাচনের আগে সংস্কার, বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: খেলাফত মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংস্কার, বিচার ও সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতারা বলেন, নির্বাচনের আগে দৃশ্যমান সংস্কার ছাড়া একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সভায় নেতৃবৃন্দ বলেন, “আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা ইতিবাচক হলেও, সেই নির্বাচনের জন্য দেশের রাজনৈতিক পরিবেশ প্রস্তুত নয়। লেভেল প্লেয়িং ফিল্ড, পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করতে হবে। জনআকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে।”

নেতারা জানান, গত ৫ আগস্ট প্রকাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ যথেষ্ট প্রত্যাশা তৈরি করলেও এতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপেক্ষিত হয়েছে। খেলাফত মজলিসের মতে, ঘোষণাপত্রে ২০০৮ সালের ‘পাতানো নির্বাচন’ এবং ১/১১ সরকারের কার্যক্রমের প্রতি পরোক্ষ বৈধতা দেওয়া হয়েছে, যা অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

তারা আরও বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় ঘটে যাওয়া বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেমন—২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের গণহত্যা, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে দমন-পীড়ন, এবং ২০২১ সালের নরেন্দ্র মোদীর আগমনের সময় গুলি চালিয়ে মানুষ হত্যা—এসব ঘটনাকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে ঘোষণাপত্রে।”

সভায় নেতারা দাবি করেন, এসব ‘ত্যাগ ও তিতিক্ষার’ ইতিহাস বাদ দিয়ে তৈরি ঘোষণাপত্র “অপূর্ণাঙ্গ ও জাতির জন্য হতাশাজনক”। তারা অবিলম্বে ঘোষণাপত্র সংশোধনের দাবি জানান।

খেলাফত মজলিসের নেতারা বলেন, “নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণহত্যাকারী, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”

সভায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অ্যাড. জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আবু তানজিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত মালিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, মো. জিল্লুর রহমান, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ নুর হোসেন, মো. আবুল হোসেন, আলহাজ আমির আলী হাওলাদার, অ্যাড. মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ