বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭


হেফাজত আমিরের বক্তব্যের কড়া জবাব জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী সম্পর্কে হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী যে বক্তব্য দিয়েছেন এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। দলের পক্ষ থেকে সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইসলামের প্রকৃত উৎস হলো কুরআন ও সুন্নাহ। জামায়াতে ইসলামী সেই ইসলামের অনুসারী। ‘মওদুদীর ইসলাম’ বলে কোনো স্বতন্ত্র ইসলাম নেই।

বুধবার (৬ আগস্ট) আজ এক বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘গত ৫ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর দেওয়া এক বক্তব্যের বরাত দিয়ে দৈনিক ইনকিলাবের ৬ আগস্ট সংখ্যার প্রথম পাতায় প্রকাশিত সংবাদে ‘জামায়াতে ইসলামি ভণ্ড ইসলামি পার্টি, কাদিয়ানীর চেয়েও নিকৃষ্ট’ শিরোনামে যে কটূক্তিপূর্ণ ও অসত্য মন্তব্য প্রকাশিত হয়েছে। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ 

জামায়াত নেতা বলেন, ‘জামায়াতে ইসলাম নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসত্য, মনগড়া ও অশোভন বক্তব্য দিয়েছেন, তা নিঃসন্দেহে দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক।’

তিনি বলেন, ‘দেশের ইসলামি দলগুলোর মধ্যে যখন ঐক্যের প্রয়োজন সর্বাধিক, তখন এমন মন্তব্য ইসলামি ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের বক্তব্য ইসলামি মূল্যবোধ ও রাজনৈতিক শালীনতার পরিপন্থি এবং তা ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতকে শক্তিশালী করার শামিল।’ 

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়’ মর্মে যে মন্তব্য করা হয়েছে, তা আদৌ সত্য নয়। এই ধরনের মনগড়া বিভ্রান্তিকর মন্তব্যের মাধ্যমে তিনি জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছেন, যা তাঁর দায়িত্বশীলতার পরিপন্থী।’

জুবায়ের বলেন, ‘যখন দেশের ইসলামি দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য খুব বেশি প্রয়োজন, ঠিক সেই সময় মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর মতো একজন প্রবীণ দায়িত্বশীল আলেমে দীনের কাছে জাতি এ ধরনের বক্তব্য আশা করে না। তাই এ ধরনের অসত্য, ভিত্তিহীন ও বিদ্বেষমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আমরা তাঁর প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ