ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন এক মাদরাসার মুহতামিম ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের খালেদী (৪৫)। বুধবার (৬ আগস্ট) রাতে তিনি ঢাকার যাত্রা শুরু করলেও কুমিল্লায় পৌঁছানোর আগেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নিখোঁজ মাওলানা আব্দুল কাদের কুমিল্লার দাউদকান্দি থানার কালাসোনা গ্রামের বাসিন্দা। তিনি নোয়াপাড়ার জামিয়া আরাবিয়া সাওদা রা. মহিলা মাদরাসার মুহতামিম এবং নোয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মুফতি শামসুল ইসলাম জিলানী জানান, মাওলানা কাদের বুধবার রাতে ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাসে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। রাত ১২টার দিকে তিনি ফোনে জানান, “আমি এখন কুমিল্লা বিশ্বরোডে আছি, কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবো।” এর পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের কেউ আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
পরিবার এবং মাদরাসার সংশ্লিষ্টরা অত্যন্ত উদ্বিগ্ন। এখনো পর্যন্ত কোনো ধরনের খোঁজ পাওয়া যায়নি। কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: ০১৮১৬২৫২৫৩৮
এমএইচ/