শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

দারুল উলুম দেওবন্দের শুরা অধিবেশন সম্পন্ন, জাতীয় সমাবেশের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী আবদুল কাদের মাহমুদ কাসেমী

এশিয়া উপমহাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শূরা অধিবেশন ৪ আগস্ট (রোববার) সকাল ৯টায় গেস্ট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শূরা অধিবেশনে সভাপতিত্ব করেন আলীগড়ের প্রখ্যাত আলেম হযরত শাহ হাকিম মুহাম্মদ কলিমুল্লাহ। অধিবেশন শুরুতেই পূর্ববর্তী শূরা ও নির্বাহী কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এরপর নির্ধারিত এজেন্ডা অনুযায়ী বিস্তারিত আলোচনা হয়।

দারুল উলূম দেওবন্দের মহাপরিচালকের দপ্তর থেকে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে দারুল উলূমের বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা কার্যক্রমের কার্যকারিতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন শূরা সদস্যরা।

এছাড়াও ছাত্রদের উপবৃত্তি ও আর্থিক সহায়তা বাড়ানোর প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। ১৪৪৭ হিজরি অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটও অনুমোদন পায়।

দেশজুড়ে মাদরাসাসমূহের চলমান সংকট ও সরকারি হস্তক্ষেপের প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে শুরা সদস্যরা জাতীয় পর্যায়ে দারুল উলূম দেওবন্দের নেতৃত্বে একটি সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

অধিবেশনে সদ্য ইন্তিকালকারী দুই শুরা সদস্যের পরিবর্তে সর্বসম্মতভাবে নতুন দুই সদস্য মনোনীত হন। তারা হলেন—

মুফতী মুহাম্মদ সালেহ, নায়েবে নাযিম, মাদরাসা মজাহিরুল উলূম, সাহারানপুর
মাওলানা মুহাম্মদ আহমদ, মুহতামিম, জামিয়া ইসলামিয়া তালীমুদ্দীন, ডাভেল, গুজরাট

শিক্ষার্থী: দারুল উলুম দেওবন্দ, ইউ.পি., ইন্ডিয়া

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ