বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনে নয় : এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিচার ব্যবস্থা সংস্কার, মৌলিক কাঠামো পুনর্গঠন ও নতুন সংবিধান ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সাফ জানিয়ে দেন, এসব ছাড়া এনসিপি কোনো নির্বাচনে অংশ নেবে না।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন তখনই সম্ভব, যখন মৌলিক সংস্কার ও ন্যায়বিচারের নিশ্চয়তা থাকবে। সেই লক্ষ্যেই আমরা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য রাজপথে আছি। ইনশাআল্লাহ, এই মাসেই জনগণের বিজয় হবে।”

নদী ও সীমান্ত ইস্যুতে সরকারের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের নদীর ন্যায্য হিস্যা বুঝে পাইনি। ভারত অন্যায়ভাবে পানি আটকে রেখেছে। জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে শিগগিরই শুরু হবে নদী ও সীমান্ত সুরক্ষা আন্দোলন। দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বাত্মকভাবে মাঠে থাকব।”

এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “এই দেশে শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে অধিকার প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, তা এখনও হয়নি। তাই বিকল্প নেতৃত্ব, বিকল্প রাজনীতি গড়ে তুলতেই এনসিপির যাত্রা। দেশের তরুণদের স্বপ্ন বাস্তবায়নে আমরা জনগণের পাশে থাকতে চাই।”

উত্তরাঞ্চলে বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, “লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও উন্নয়ন বঞ্চনার অবসান চাই। তথ্যপ্রযুক্তির প্রসারের মাধ্যমে আমরা কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিতে চাই।”

এসময় পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, নাজমুল হাসান সোহাগ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহসহ নেতাকর্মীরা।

পথসভা শেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ