গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর সেনা-পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ঘটনাটিকে ‘ন্যাক্কারজনক’ উল্লেখ করে আইএসপিআর-এর বিবৃতি প্রত্যাহার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জনগণের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশের আহ্বান জানান।
রবিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। জুলাই সনদে গত তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করা হয়েছে। সেই অবৈধ নির্বাচনের সহচর জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, “যারা ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের জনগণই প্রতিরোধ করবে। নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর যেসব ভুল হয়েছিল, এবার তার পুনরাবৃত্তি হবে না।”
তিনি আরও যোগ করেন, “নতুন বাংলাদেশ গড়তে চাইলে নির্বাচন, সংস্কার এবং নতুন সংবিধান সবকিছুই বাস্তবায়ন করতে হবে।”
এমএইচ/