বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

ভোলায় মসজিদের কাজে উপর থেকে পড়ে টাইলস মিস্ত্রি নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভোলার সদর উপজেলায় নির্মাণাধীন মসজিদের দেয়ালে টাইলস লাগানোর সময় ওপর থেকে পড়ে মো. লোকমান হোসেন (৫০) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামে তালুকদার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকালের দিকে একজন সহকারী মিস্ত্রিসহ স্থানীয় তালুকদার বাড়ির মসজিদের টাইলস লাগানোর কাজে যান মো. লোকমান।

কাজের একপর্যায়ে মসজিদের দ্বিতীয় তলার সামনের অংশের দেয়ালে টাইলস লাগানোর জন্য বাঁশের অস্থায়ী মাচায় ওঠেন। এরপর তিনি হঠাৎ মাচা নিচে থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ