সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

জাতীয় পার্টি পিঁপীলিকা নয়, বাজপাখি : সাবেক মেয়র মোস্তফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

জাতীয় পার্টি পিঁপীলিকা নয়, বাজপাখি বলে মন্তব্য করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, যাকে একবার ধরি- তাকে সহজে আর ছাড়ি না। নুর এবং তার দল একটা পরগাছা। কিছু গাছে যেমন পরগাছা থাকে, ওই পরগাছা হলো গণ অধিকার পরিষদ। তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা মানে সময় নষ্ট করা। তাদের হিসাব করার সময় আমাদের নেই। শুক্রবার সন্ধ্যায় সাংগঠনিক কাঠামো জোরদার করার লক্ষ্যে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসিরের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য দেন- কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন ও হাসানুজ্জামান নাজিম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী প্রমুখ।

এসময় মোস্তফা বলেন, জিলা স্কুল মাঠে গণ অধিকার পরিষদের সমাবেশে নেতারা বলেছেন- ‘মেয়র চাঁদাবাজ-দুর্নীতিবাজ।’ তাদের উদ্দেশে বলতে চাই- সাহস থাকলে সামনে এসে বলেন। দাঁতভাঙা জবাব দেয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে। পিঠের চামড়া কারো থাকবে না।

মোস্তফা আরও বলেন, সারজিস এবং হাসনাত বলেছেন- ‘যে পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা।’ আমি তাদের উদ্দেশে বলতে চাই- কত সাবান এলো-গেলো, কিন্তু তিব্বত সাবান রয়ে গেল। জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস বলে মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় পার্টির ইতিহাস নয় বছর সুশাসন দিয়ে রাষ্ট্র পরিচালনার ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার ইতিহাস। ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির ইতিহাস ৪৬০টি উপজেলা করার ইতিহাস, ৬৪টি জেলা করার ইতিহাস। সব ভুলে গেছেন, ভুলে যাবেন না। আবার গর্জে উঠবে রংপুর। আপনাদের মসনদ উল্টে দেয়ার জন্য জাতীয় পার্টিই যথেষ্ট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ