জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের বিভিন্ন স্তরের পাঁচজন শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ তুর্কি স্কলারশিপ (Türkiye Bursları) অর্জন করায় তাদের উষ্ণ সংবর্ধনা জানিয়েছে সেবামূলক সংগঠন এমবিএম ফাউন্ডেশন।
রোববার (১৯ অক্টোবর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই পাঁচ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এমবিএম ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব।
এসময় তিনি বলেন, ‘আমাদের এই পাঁচজন শিক্ষার্থী কেবল আমাদের নয়, সমগ্র বাংলাদেশের শিক্ষাব্যবস্থার জন্যে এক অনুসরণীয় ধারা হিসেবে পরিণত হবে। তাদের এই সাফল্য এটাই প্রমাণ করে যে, যথাযথ পরিচর্যা ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা গেলে আমাদের দেশের শিক্ষার্থীরাও বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই মেধাবীরা তুরস্কে গিয়েও শিক্ষাক্ষেত্রে তাদের দক্ষতা বজায় রাখবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’
প্রসঙ্গত, নানান শ্রেণিতে (সপ্তম/নবম) অধ্যয়নরত অবস্থায়ই এই শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্কলারশিপ লাভে সক্ষম হওয়া দেশের মাদরাসা শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অর্জনকে মাদরাসার মানসম্মত পাঠদান এবং শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টার ফল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এলএইস/