সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় এলে বিদেশে টাকা পাচার ও সরকারি অর্থ লুটপাট আর হবে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি সরকার গঠন করে, তাহলে দেশে আর কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, জুলুম, অত্যাচার বা অবিচার থাকবে না। গত ৫৪ বছরে যেটুকু উন্নয়ন হয়েছে, চাইলে সততার সাথে কাজ করে ৫-১০ বছরের মধ্যে তার চেয়েও বেশি উন্নয়ন করা সম্ভব। ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে, তবে দেশের একটি টাকাও বিদেশে পাচার হবে না এবং সরকারি অর্থ লুটপাটও হবে না। আমরা শতভাগ আন্তরিকতার সঙ্গে দেশের উন্নয়নে কাজ করব।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলনের ব্যানারে এ কর্মশালার আয়োজন করা হয়।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছে- আওয়ামী লীগের নেতারা তো পালিয়ে গেছে, কিন্তু ভোটাররা তো পালায়নি। তারা তাহলে ভোট দেবে কাদেরকে? আমি স্পষ্টভাবে বলতে চাই, মানুষ তাদেরই ভোট দেবে, যাদের মাধ্যমে তারা জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

তিনি বলেন, আরেকটি প্রশ্ন উঠে- হিন্দুরা সাধারণত আওয়ামী লীগকে ভোট দিত, এখন আওয়ামী লীগ নির্বাচনে না এলে তারা কাকে ভোট দেবে? আমার উত্তর হলো, হিন্দুরাও ভোট দেবে তাদের, যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে। ইসলামী আন্দোলন বিজয়ী হলে সব নাগরিক- হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকলের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে।

শায়খে চরমোনাই বলেন, রাস্তা-ঘাট নির্মাণ একজন এমপির কাজ নয়। তারা রাস্তাঘাট দেখিয়ে আমাদের ঈমান ধ্বংস করছে, ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করছে। একজন এমপির আসল দায়িত্ব হলো- দেশ কোন পথে চলবে, কোন আইন প্রণয়ন হবে এবং কোন নীতির ভিত্তিতে দেশ পরিচালিত হবে, তা নির্ধারণ করা। যাদেরকে আপনারা ভোট দিয়েছেন, তারা ইসলামের বিরুদ্ধে আইন পাস করেছে। মদ, জিনা ও সুদের পক্ষে আইন করেছে। তাদের ভোট দেওয়ার মাধ্যমে ইসলামকে দেশ থেকে উৎখাতের চক্রান্তে সহযোগিতা করা হয়েছে।

অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাঈন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী, জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন এবং নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুফতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ