সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে সমুচিত জবাব : ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই- রংপুরের মাটি আবু সাঈদের মাটি। বাংলাদেশে ছাত্র-জনতার রক্তে রঞ্জিত মাটিতে রক্তের দাগ এখনো শুকায়নি।

শুক্রবার সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিপি নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের পরে যারা আস্ফালন দেখাচ্ছেন, প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব দ্রুত গণহত্যাকারী ও তার দোসরদের গ্রেফতার করেন। রংপুরসহ দেশের জনগণকে স্বস্তি দিন। যদি আইনি ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। আমরা তা চাই না। তার আগেই আপনারা ব্যবস্থা নিন।

তিনি বলেন, দেশে আওয়ামী লীগের দোসর হিসেবে যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের আস্ফালন থামে নাই। রংপুরের মাটিতে গণ পরিষদের নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যে সরকার এসেছে তাদের আমরা স্থিতিশীল করতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সহযোগিতা করতে চাই। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের দল গণ অধিকার পরিষদের নেতৃত্বে গণ জোয়ার তৈরি করতে চাই।

নুর আরো বলেন, তিস্তা নিয়ে কোনো সরকারই সুষ্ঠু পরিকল্পনা করে রংপুর অঞ্চলের মানুষের কষ্ট দূর করার চেষ্টা করেনি। ভালো কোনো চিকিৎসা প্রতিষ্ঠান নেই। একটা বিশ্ববিদ্যালয় দিয়ে রংপুর কভার হয় না। তিনি বলেন, এখানকার ৪৭ শতাংশ মানুষ দরিদ্র। সম্ভাবনাময় রংপুরে কৃষিকে গুরুত্ব দিয়ে কৃষি হাব ও নতুন শিল্পনীতি গ্রহণ করা প্রয়োজন।

গণ অধিকার পরিষদের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শেরে খোদা আসাদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব। এ সময় আরও বক্তব্য দেন- রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন বাবু, নির্বাহী সদস্য মো. কামাল হোসেন, ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা, শ্রমিক অধিকার পরিষদ সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোনতাজুল ইসলামসহ রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ