সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৪ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

মানবাধিকারের নামে বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন জনগণ মেনে নেবে না :  খেলাফত আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, মানবাধিকার রক্ষার নামে কিছু সাম্রাজ্যবাদী দেশ ও তাদের সহযোগীরা দেশে দেশে ট্রান্সজেন্ডার, সমকামিতার মত সভ্যতাবিরোধী, অশ্লীল মতবাদ প্রচার-প্রসার ও চাপিয়ে দেয়ার মত জঘন্য অপতৎপরতায় লিপ্ত। উন্নয়নশীল দেশগুলোকে ঋণ, উন্নয়ন সহযোগিতা, কারিগরি সহযোগিতা ইত্যাদির ফাঁদে আটকে ফেলে তারা তাদের এসব হীন এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। বাংলাদেশের জনগণ মানবাধিকার প্রতিষ্ঠার নামে বিদেশি শক্তিগুলোর এই হীন এজেন্ডা বাস্তবায়ন কখনোই মেনে নিবে না।

মঙ্গলবার সকাল ১১ টায় কামরাঙ্গীরচস্থ মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় খেলাফত আন্দোলনের এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমূখ।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আরও বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত কোন জাতিগত সহিংসতা ঘটেনি। ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে বিগত সরকারের গুম-খুনের সংস্কৃতিরও অবসান হয়েছে বলে আমরা মনে করি। এমতাবস্থায় পৃথিবীর মাত্র ১৯টি দেশে অফিস স্থাপন করা জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ২০তম দেশ হিসেবে বাংলাদেশে অফিস স্থাপন করার কোন যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না।

তিনি বলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন যদি প্রকৃত অর্থেই মানবাধিকার রক্ষা করতে চায় তাহলে তাদের উচিত হবে নিজভুমিতে পরাধীন ফিলিস্তিনের জনগণের উপর দশকের পর দশক ধরে চলে আসা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ হাতে নেওয়া। স্বাধীন বাংলাদেশে কুরআন ও সুন্নাহর আলোকে সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় এদেশের জনগণই যথেষ্ট।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ