বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জমিয়তের খিলগাঁও থানা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ খিলগাঁও থানা শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া মাদরাসা মিলনায়তনে মুফতি নুরুল আলম ইসহাকীর সভাপতিত্বে, মাওলানা বিন ইয়ামিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জমিয়ত মহাসচিব মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রিয় সংগঠন, ভালোবাসার সংগঠন শত বর্ষের ঐতিহ্যে লালিত সংগঠন, ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্বদানকারী সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সংগঠন।

তিনি বলেন, জমিয়ত সব সময় জনগণের কথা বলে, দেশের কথা বলে, দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করে, হক  ও হক্কানিয়াতের পতাকাকে সব সময় ধারণ করে চলে, কখনো বাতিলের সাথে আপোষ করেনি এবং করবেওনা।

জমিয়ত এক বিপ্লবের নাম একটি সংগ্রামের নাম, জমিয়ত সব সময় দেশের দুর্যোগ দুর্বিপাকে সবার আগে এগিয়ে আসে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্ব প্রথম ইসলামী দলগুলোর মধ্যে জমিয়তই সমর্থন করে, এবং এককভাবে বিভিন্ন কর্মসূচী পালন করে। জুলাইয়ের বিপ্লবে ফ্যাসিবাদী সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের সাথে গাদ্দারী জনগণ বরদাশত করবে না।

তিনি আরও বলেন, বর্তমানে সারা বাংলাদেশে যেভাবে জেলায় জেলায় বিভিন্ন উপজেলায়, গ্রামেগঞ্জে শহরগুলোতে জমিয়তের পক্ষে জনসমর্থন তৈরি হয়েছে, জোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় জমিয়তের একটি বিশাল অংশগ্রহণ থাকবে।

সম্মেলনে আরো উপস্হিত ছিলেন সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সহ-সভাপতি শেখ মুজিবুর  রহমান, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতী বশিরুল হাসান খাদিমানি, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী মাহবুবুল আলম,ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মাওলানা শিব্বির আহমাদ,অর্থ সম্পাদক মুফতী আবুল বাশার,রামপুরা থানা জমিয়তের সভাপতি মুফতী হাসান আহমাদ,যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণত সম্পাদক মাওলানা ইসহাক কামাল,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান মাদানী, ঢাকা মহানগর দক্ষিণ যুব জমিয়তের সভাপতি মুফতী কালীম মাহফুজ, প্রচার সম্পাদক মাওলানা আবদুল আহাদ মিয়াজী সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ